কুমিল্লায় গ্যাস বিস্ফোরণে ইউপি চেয়ারম্যানের মৃত্যু


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১০:১০ অপরাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৩


কুমিল্লায় গ্যাস বিস্ফোরণে ইউপি চেয়ারম্যানের মৃত্যু
ইউপি চেয়ারম্যান শাহজালাল

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বটগ্রাম এলাকায় বায়োগ্যাস বিস্ফোরণে ইউপি চেয়ারম্যান শাহজালালের মৃত্যু হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের পরদিন রবিবার রাত ১১ টায় নিজ ঘরের বাথরুমে বায়োগ্যাস বিস্ফোরিত হয়ে ইউপি চেয়ারম্যান শাহজালালের শরীরের প্রায় ৫০শতাংশ পুড়ে যায়। 


এ বিষয়ে চেয়ারম্যানের পুত্র সজিব জালাল বলেন, আমার বাবার সব সময় ধূমপানের অভ্যাস ছিলো। সে সুবাধে ঘটনার দিন রাতে ভুলক্রমে নিজ হাতে সিগারেট জ্বালানো অবস্থায় বাথরুমে প্রবেশ করে। পরবর্তীতে বাথরুমের বায়োগ্যাস বিস্ফোরিত হয়ে আমার বাবার শরীরের প্রায় ৫০শতাংশ পুড়ে যায়। উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাষ্টিক সার্জারী ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৬টায় তিনি মৃত্যুবরণ করেন। 


ঘটনার বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ বলেন, বাথরুমের বায়োগ্যাস বিস্ফোরণে ইউপি চেয়ারম্যান শাহজালালের মৃত্যু হয়েছে বলে জানা যায়। 


নিহত শাহজালাল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পশ্চিম ইউনিয়নের নবাগত চেয়ারম্যান হিসেবে গত ৩/৪মাস আগে শপথ নিয়েছিলেন। এদিকে চেয়ারম্যানের মৃত্যুতে পুরো এলাকায় পরিবার ও আত্মীয় স্বজনের মাঝে শোকের মাতম সৃষ্টি হয়েছে।