মুসকানের প্রতি সংহতি প্রতিবাদ জানিয়েছে আইনজীবীরা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ভারতের কর্ণাটকের
কলেজছাত্রী মুসকান খানের প্রতি সংহতি জানিয়ে তার ওপর উগ্রবাদীদের চড়াও হওয়ার ঘটনার
প্রতিবাদে সুপ্রিম কোর্টে সভা করেছেন আইনজীবীরা।
মঙ্গলবার (১৫
ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে ‘ভয়েস অব লাইয়ার্স’
অব বাংলাদেশের’ উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক
ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক গিয়াসউদ্দিন আহমেদের সভাপতিতে সভায় শতাধিক আইনজীবী
অংশ নিয়ে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা বলেন,
হিজাব পরিধান করা ইসলামের একটি মৌলিক বিধান এবং এটা মুসলিম নারীদের একটি অধিকার। কিন্তু
কর্ণাটকের কলেজছাত্রী মুসকান খানকে হিজাব পরিধান করায় তাকে একটি হিন্দুত্ববাদী সংগঠন
সংঘবদ্ধভাবে ‘জয়শ্রীরাম’ ধ্বনি দিয়ে তার ওপর চড়াও হলে সে ‘আল্লাহু
আকবার’, ধ্বনি দিয়ে প্রতিরোধ করেন।
প্রতিবাদ সভায়
সংগঠনের মুখপাত্র সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আশরাফ উজজামানের সঞ্চালনায় এতে
বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার তৈমূর আলম খন্দকার, সাবেক ছাত্রনেতা
সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ মুসলিম লীগের সাধারণ সম্পাদক
জুলফিকার আহমেদ বুলবুল চৌধুরী, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ড. মমতাজ উদ্দিন
মেহেদী, অ্যাডভোকেট মনির হোসেন, বারের বর্তমান সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন,
বারের সাবেক সহ-সভাপতি মুক্তার কবির, সাবেক সহ-সম্পাদক সৈয়দ মামুন মাহবুব, মাইনুদ্দিন
ফারুকী, ব্যারিস্টার গোলাম মোস্তফা তাজ, রফিকুল ইসলাম তালুকদার রাজা, আইনজীবী জাকারিয়া
সরকার, মুজাহিদুল ইসলাম, পারভেজ হোসেন ও বারের সাবেক নির্বাহী সদস্য ব্যারিস্টার মার-ই-য়াম
খন্দকার।
সভাপতির বক্তব্যে
গিয়াসউদ্দিন আহমেদ বলেন, বিশ্বের যেখানেই হিজাবের ওপর নগ্ন হস্তক্ষেপ হবে এবং হিজাববিরোধী
ষড়যন্ত্র হবে সেখানে বাংলাদেশের আইনজীবী সমাজ মুসলিম নারীর হিজাবের পক্ষে রুখে দাঁড়াবে।
জি আই/