চট্টগ্রামে রেললাইনের পাশে আগুন নিয়ন্ত্রণে ৮ ইউনিট


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১২:৪৯ এএম, ৩০শে এপ্রিল ২০২৩


চট্টগ্রামে রেললাইনের পাশে আগুন নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের দেওয়ানহাট এলাকায় রেললাইনের পাশে একটি টায়ারের গোডাউনে আগুন লেগেছে বলে জানা গেছে। 


শনিবার (২৯ এপ্রিল) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 


আগুন লাগার বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার জাফর আলম জানান, আগুনের কারণে ঢাকা থেকে আসা সোনার বাংলা ট্রেন স্টেশনে ঢুকতে পারেনি। 


চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল হালিম বলেন, দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে আগুন লেগেছে। বর্তমানে ৮টি ইউনিট সেখানে কাজ করছে।