নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এবার নারীর পা বিচ্ছিন্ন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৫৬ পিএম, ৪ঠা আগস্ট ২০২৫


নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এবার নারীর পা বিচ্ছিন্ন
ফাইল ছবি।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনায় লাকি সিং (২৪) নামে এক নারীর পা বিচ্ছিন্ন হয়েছে।


সোমবার (৪ আগস্ট) সকালের দিকে ৪২ ও ৪৩ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।


লাকি সিং নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গাছ বুনিয়া গ্রামের সুমং কারবারির মেয়ে। তার বাম পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।


স্থানীয়দের বরত দিয়ে ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, মিয়ানমার সীমান্তের ওপারে বাঁশ কুরুল কাটার জন্য গিয়েই আকস্মিক মাইন বিস্ফোরণ ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


এ নিয়ে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত অন্তত ২৩ জন সীমান্তে মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন সহ নানাভাবে আহত হয়েছে।



এসডি/