১২ মামলার আসামি বুলেট ও ছোট মামুন ইয়াবাসহ গ্রেপ্তার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৪৬ পিএম, ৪ঠা আগস্ট ২০২৫

কুমিল্লার তিতাসের নিহত শীর্ষ সন্ত্রাসী মামুন সম্রাটের ঘনিষ্ঠ সহযোগী ও বডিগার্ড কুখ্যাত রাকিবুল ইসলাম বুলেটকে (২৪) গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ।
রবিবার (৩ আগস্ট) রাতে তিতাস থানা পুলিশ কদমতলীতে তার নানির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। বুলেট উপজেলার তারিয়াকান্দি এলাকার আব্দুল লতিফের ছেলে।
বুলেটের বিরুদ্ধে তিতাস, দাউদকান্দি ও মুরাদনগর থানায় হত্যা, ডাকাতি, চুরি ও অস্ত্র মামলাসহ মোট ১২টি মামলা বিচারাধীন রয়েছে।
পুলিশ জানায়, বুলেটের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে নিহত মামুনের আরও এক সহযোগী, শোলাকান্দির পাকির আলীর ছেলে ‘ছোট মামুন’-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল উল্লাহ জানান, আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ২৫ জুলাই (শুক্রবার) নিহত মামুন সম্রাট তিনজন নারীসহ ঢাকা থেকে কক্সবাজারগামী একটি পরিবহনে রওনা হন। রাত সাড়ে ১১টার দিকে গৌরীপুর মোড়ে বাসটি থামলে তিনি পানি কিনতে নিচে নামেন। এ সময় ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে মাথা ও গলায় এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
এসডি/