Logo

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

profile picture
জনবাণী ডেস্ক
৫ মে, ২০২৩, ১৬:৩৩
29Shares
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের
ছবি: সংগৃহীত

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৩ ইউনিয়নে পৃথক পৃথকভাবে বজ্রপাতে ৩ জন নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (৪ মে) বিকালে এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

বজ্রপাতে নিহত ব্যক্তিরা হলেন- দেবীনগর ইউনিয়নের ইসারুল ইসলাম (৪২), চরবাগডাঙ্গা ইউনিয়নের রফিকুল ইসলাম (৩৫) ও শাজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর ভোলাপাড়া গ্রামের মো. মফিজ উদ্দনের ছেলে জাহাঙ্গীর (৪০)। 

বিজ্ঞাপন

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, বিকালে বাইসাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে হরিশপুর গ্রামের চাঁদতারা মসজিদের সামনে বজ্রপাতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর মারা যান। পরে স্থানীয়দের সহায়তায় স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

বিজ্ঞাপন

এছাড়া চরবাগডাঙ্গা এলাকায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে রফিকুল এবং দেবীনগর গ্রামে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইসারুল মারা যান।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD