লামায় বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:০৩ পূর্বাহ্ন, ৯ই মে ২০২৩
বান্দরবানের লামায় বন্যহাতির আক্রমণে আক্তার হোসেন (৩৮) নামের এক কৃষক নিহত হয়েছেন।
সোমবার (৮ মে) রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি কুমারী চাককাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আক্তার হোসেন চাককাটা গ্রামের বাসিন্দা মৃত ছিদ্দিক আহমদের ছেলে।
পারিবার সূত্রে জানায়,সোমবার রাতে আক্তার হোসেন এর বাড়িতে একটি বন্যহাতি ঢুকে গাছ আম খাওয়া শুরু করে। হাতির উপস্থিতি টের পেয়ে আক্তার হোসেন ঘর থেকে বের হয়। এ সময় বন্যহাতির কবলে পড়েন আক্তার হোসেন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় স্বজনেরা উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আক্তার হোসেনকে মৃত ঘোষণা করেন।
ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সদস্য ওমর ফারুক বলেন,গহীন পাহাড় থেকে হাতি পাল টি খাদ্যের সন্ধানে ইউনিয়নের বিভিন্ন স্থানের বসতবাড়ি বাগানে ঢুকে মানুষ ও ফসলের ক্ষয়ক্ষতি করে থাকে তাড়াতে গেলে উল্টো মানুষের ওপর আক্রমণ চালায় বন্য হাতির দল।
লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা আতিকুর ইসলাম বলেন,এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী বন বিভাগের পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদান করা হবে। এছাড়া হাতি ও মানুষের দ্বন্দ নিরসনে নানা ধরনের কর্মসূচী হাতে নেয়া হয়েছে
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহীদুল ইসলাম চৌধুরী জানান, কারো কোনো অভিযোগ না থাকায় নিহত আক্তার হোসেনের লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরএক্স/