যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে স্থিতিশীল সম্পর্ক থাকা প্রয়োজন: চীনের পররাষ্ট্রমন্ত্রী


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ৯ই মে ২০২৩


যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে স্থিতিশীল সম্পর্ক থাকা প্রয়োজন: চীনের পররাষ্ট্রমন্ত্রী
চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং

অনেক ভুল কথা ও কাজের পর যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে এখন স্থিতিশীল সম্পর্ক থাকা  প্রয়োজন বলে মনে করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং।


সোমবার (৮ মে) বেইজিংয়ে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকোলাস বার্নের সঙ্গে  এক আলাপে চীনা পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। 


তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রকে আরও সতর্ক হতে হবে বিশেষ করে তাইওয়ান নিয়ে। ওয়াশিংটনকে এক চীন নীতি মানতে হবে।   


এর আগে গত বছর মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বেইজিংয়ের হুমকি-ধমকি ও সতর্কতা উপেক্ষা করে তাইওয়ান সফর করেন। এটা নিয়ে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের ব্যাপক অবনতি হয়। সূত্র: রয়টার্স


জেবি/এসবি