মাগুরায় ভেজাল জুস তৈরির দায়ে ব্যবসায়ীকে জরিমানা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৪১ পূর্বাহ্ন, ৯ই মে ২০২৩


মাগুরায় ভেজাল জুস তৈরির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
ভেজাল জুস

মাগুরার শ্রীপুরে ভোক্তা অধিকারের অভিযানে ভেজাল শিশু খাদ্য (তরল জাতীয় জুস) উৎপাদনের প্রমান পাওয়ায় এক ব্যক্তিকে ১০ হাজার এক টাকা নগদ অর্থ জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর। 


সোমবার (৮ মে) সকালে শ্রীপুর উপজেলা সহকারি (ভূমি) কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্যাট শ্যামানন্দ কুন্ডু সদর ইউনিয়নের মদনপুর গ্রামের ভাড়া বাসায় গড়ে উঠা অবৈধ এই কারখানায় অভিযান পরিচালনা করেন।  এসময় জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর কর্মকর্তা দিলীপ কুমার প্রামানিক ও  সহকারি ভোক্তা অধিকার কর্মকর্তা মামুনুল হাসানসহ সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী কারখানাটির পরিচালক আলমগীর হোসেন ফারুক (৪২) কে দশ হাজার এক টাকা নগদ অর্থ জরিমানা করা হয়।  অন্যথায় ৩ মাসের কারাদণ্ডে দন্ডিত করা হয়।


নির্বাহী ম্যাজিস্ট্যাট শ্যামানন্দ কুন্ডু জানান, ক্ষতিকর কেমিক্যাল ও ভেজাল উপাদান দিয়ে শিশু খাদ্য তৈরির অভিযোগে কারখানাটির সকল পণ্য বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সাথে অসাধু ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে। এবং এরকম অস্বাস্থ্যকর শিশু খাদ্য তৈরি করতে নিষেধ করা হয়েছে।


আরএক্স/