প্রতিটি নির্বাচনের ব্যাপারে আামরা খুব সতর্ক: ইসি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:২৩ পূর্বাহ্ন, ৯ই মে ২০২৩


প্রতিটি নির্বাচনের ব্যাপারে আামরা খুব সতর্ক: ইসি
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) বলেছেন, স্বচ্ছতার সঙ্গে সুন্দরভাবে পাঁচ সিটিতে নির্বাচন হবে। বর্তমান নির্বাচন কমিশন (ইসি) প্রতিটি নির্বাচনের ব্যাপারে খুবই সতর্ক।


তিনি বলেন, অবাধ, সুন্দর, নিরপেক্ষ এবং পক্ষপাতিত্ববিহীন নির্বাচন জাতিকে উপহার দিতে পারবো সে জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।


সোমবার (৮ মে) খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় তিনি এ কথা বলেন।


তিনি বলেন, সবার সহযোগিতায় সম্মিলিতভাবে আমরা খুলনা শহরকে পোস্টার মুক্ত করেছি। সবার সহযোগিতায় আমরা চাই।


সভায় কমিশনার রাশেদা সুলতানা বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে। এ জন্য আমাদের সবাইকে আন্তরিকতা, সততা ও নিষ্ঠা দিয়ে কাজ করতে হবে।


তিনি বলেন, আমরা এমন কাজ করিনি যা সমাজে নেগেটিভ বার্তা বয়ে আনবে। সিটি করপোরেশন নির্বাচনে সিসিটিভি ক্যামেরা থাকবে।


তিনি আরও বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সামনে। সেখানে কাজ-কর্ম আগেই শুরু হয়েছে। সেখানে কিছু অনিয়ম হয়েছে। আপনাদের (মিডিয়া) মাধ্যমে আমরা জানতে পেরেছি।


জেবি/ আরএইচ/