২৯৪ চিকিৎসক পেলেন সহকারী অধ্যাপক পদে পদোন্নতি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:০৪ অপরাহ্ন, ৯ই মে ২০২৩
সহকারী অধ্যাপক পদে ২৯৪ চিকিৎসককে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগের পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত কর্মকর্তাদেরকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৬ষ্ঠ গ্রেডে ৩৫,৫০০-৬৭,০১০ টাকা বেতনক্রমে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদানপূর্বক তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তারা আগামী ১৬ মের মধ্যে বদলি ও পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন অন্যথায় ১৭ মে পূর্বাহ্নে নিজ নিজ কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। এর মধ্যে স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন।
রাষ্ট্রপতির আদেশ জারি করা এ প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
পদোন্নতিপ্রাপ্তদের তালিকা দেখতে ক্লিক করুন
জেবি/ আরএইচ