যৌন হয়রানির দায়ে দোষী সাব্যস্ত ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:৪৮ অপরাহ্ন, ১০ই মে ২০২৩
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখক ই. জিন ক্যারলকে যৌন হয়রানি করার দায়ে আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। ফলে ক্যারলকে পাঁচ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে হবে।
ম্যানহটন ফেডারেল আদালতের জুরিরা গতকাল মঙ্গলবার এই রায় দিয়েছেন। রায়ে বলা হয়েছে, অভিযোগকারী ক্যারলকে ‘মিথ্যাবাদী’ আখ্যা দিয়ে তার মানহানিও করেছেন ট্রাম্প।
রায়ের পর ক্যারল গণমাধ্যমকে বলেছেন, বিশ্ব আজ চূড়ান্তভাবে সত্যটা জানতে পারল। এই জয় শুধু আমার না, তাদের বিশ্বাস করা হয়নি বলে দুর্ভোগ পোহানো প্রত্যেকটি নারীর।
যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে ফের হোয়াইট হাউজের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য প্রচারণারত ট্রাম্প এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে তার আইনজীবী জোসেফ টাকোপিনা সাংবাদিকদের জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই দেওয়ানি মামলার বিচার চলাকালে ক্যারল আদালতে দেওয়া সাক্ষ্যে বলেন, ট্রাম্প ম্যানহ্যাটনের বার্গডর্ফ গুডম্যান ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিং রুমে তাকে ‘ধর্ষণ’ করেছিলেন।
রায়ে ট্রাম্পকে যৌন হয়রানির দায়ে জরিমানা করা হলেও ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়নি বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
সূত্র: রয়টার্স