মুরাদনগরে বিরল প্রজাতির প্রায় ১৮কেজি মিষ্টি আলুর সন্ধান


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:১৪ পূর্বাহ্ন, ১১ই মে ২০২৩


মুরাদনগরে বিরল প্রজাতির প্রায় ১৮কেজি মিষ্টি আলুর সন্ধান
মুরাদনগরে পাওয়া বিরল প্রজাতির বৃহৎ আলু। ছবি: জনবাণী

কুমিল্লার মুরাদনগরে বিরল প্রজাতির ১৮কেজি ওজনের বৃহদাকার মিষ্টি আলু পাওয়া গেছে। উপজেলার বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ডের খানেপাড়া গ্রামের, আব্দুল কাদির মেম্বারের ছেলে কৃষক সবুজ মিয়ার পরিত্যক্ত বালুর স্তুপের ভিতর থেকে পাওয়া যায় মিষ্টি আলুটি। আলুর কথা লোকমুখে ছড়িয়ে পড়লে প্রতিদিন অসংখ্য মানুষের সমাগম হচ্ছে কৃষক সবুজ মিয়ার বাড়ীতে।


কৃষক সবুজ মিয়া জনবাণীকে বলেন, আনুমানিক প্রায় তেরো মাস আগে বাড়ী করার জন্য কেনা জায়গার বালুর স্তুপে কিছু মিষ্টি আলুর কন্দ লাগিয়েছিলাম। কিছুদিন আগে হঠাৎ করেই আমার চোখে পরে বড় সাইজের এই আলুটি। পরে এটির ওজন মেপে দেখা যায় প্রায় ১৮কেজির কাছাকাছি হয়েছে। এছাড়াও চার থেকে পাঁচ কেজি ওজনের আরো কয়েকটি আলু পাওয়া গেছে। আমি কল্পনা করতে পারিনি এতো বড় আকারের আলু পাবো স্তুপ থেকে। বিরল আলুটি পেয়ে আমি খুব খুশি।


উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পাবেল খান পাপ্পু জনবাণীকে বলেন, দুইজন অফসার পাঠিয়ে আলুটির বীজ সংগ্রহ করার পর গবেষণার জন্য পাঠিয়েছি। আলুটি কোন জাতের ছিলো তা ল্যাবে পরীক্ষার পরেই নিশ্চিত হওয়া যাবে।


আরএক্স/