মাগুরায় বজ্রপাতে প্রাণ গেল ৩ কৃষকের
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:২৭ এএম, ১১ই মে ২০২৩

মাগুরার শ্রীপুর উপজেলায় বজ্রপাতে ৩ কৃষকের মারা গেছেন। বুধবার (১০ মে) বিকেল পৌনে ৪ টার দিকে মাগুরার শ্রীপুর উপজেলায় চরচৌগাছা গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহতরা ব্যক্তিরা হলেন- উপজেলার চরচৌগাছার সাইক আলীর ছেলে শাহাদাত হোসেন এবং একই এলাকার মিজান ও রাজবাড়ি জেলার দেলুয়া গ্রামের আসমত আলীর ছেলে মোহাম্মাদ আলী।
বুধবার (১০ মে) বিকেল পৌনে ৪ টার দিকে মাগুরার শ্রীপুর উপজেলায় চরচৌগাছা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত সকলে কৃষক বলে জানা গেছে।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) লিটন কুমার সরকার।
এ সময়ে নিহত তিনজনসহ আরও অনেকে মাঠে আখের আগাছা পরিস্কার করছিলেন। এ সময়ে বজ্রাঘাতে ঘটনাস্থলে শাহাদাতের মৃত্যু হয়। অপর দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য দাড়িয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

পরীক্ষা দেয়ার সুযোগ পাবে না আলোচিত পরীক্ষার্থী আনিসা

কিশোরগঞ্জে পদ্ম ফুলের বিল প্রকৃতি প্রেমিকদের মন ভরাচ্ছে

লালমনিরহাটে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালীতে তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি
