জেলের জালে ধরা পড়লো ৪৭ কেজি ওজনের বাঘা আইড়


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:৩২ পূর্বাহ্ন, ১১ই মে ২০২৩


জেলের জালে ধরা পড়লো ৪৭ কেজি ওজনের বাঘা আইড়
ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইন নদী থেকে জেলে জালে ধরা পড়েছে প্রায় ৪৭ কেজি ওজনের একটি বাঘা আইড় মাছ।


মঙ্গলবার (৯ মে) বিকেলে গোয়াইনঘাট উপজেলার গোয়াইন নদীর সেতুর নিচ থেকে জাল দিয়ে মাছটি ধরেন জেলে ইমান আলী। পরে মাছটি প্রায় এক লাখ টাকায় বিক্রি করা হয়।  


মাছটি নদী থেকে তুলে স্থানীয় গোয়াইনঘাট বাজারে নিয়ে আসেন জেলে ইমান আলী। বিশালাকার বাঘাড় মাছ ধরার খবর পেয়ে বাজারে উৎসুক জনতা ভিড় জমান। এর আগে গোয়াইন নদীতে এতো বিশাল বাঘাড় মাছ ধরা পড়েনি বলে স্থানীয়রা জানিয়েছেন। 


জেলে ইমান আলী জানালেন, এর আগে এত বড় মাছ এ নদীতে ধরা পড়েনি। জালে আটকা পড়ার পর এটিকে তুলতে অনেক কষ্ট হয়েছে। তিনি মাছটির দাম ১ লাখ ৩০ হাজার টাকা দাম হাঁকালেও বাজার কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের আলোচনা ক্রমে এক লাখ টাকায় বিক্রি করেন।


জেবি/এসবি