ছাত্র বলৎকারে ইমাম গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদ্রাসার শিক্ষক কতৃক ছাত্র বলৎকারের ঘটনায় নবীনগর থানার পুলিশ মঙ্গলবার রাতে এক মাদ্রাসার ইমাম সোহরাব উদ্দিন (৩৯) কে গ্রেপ্তার করেছেন। তিনি সুনামগঞ্জ জেলার দোয়ারা উপজেলার ক্যাম্পের হাট গ্রামের হাসমত আলীর ছেলে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ওই ইমামকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নাছিরাবাদ জোবেদা খাতুন জামে মসজিদের ইমাম সোহরাব হোসেন ইমামতির পাশাপাশি একটি মক্তবে চাকুরি করতেন। ওই মক্তবে জোনায়েদ নামের এক ছেলে কোরআন পড়তেন। ইমাম ওই ছাত্রকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে একাাধিকবার তার সাথে যৌনসঙ্গম করেন। এই ঘটনায় ছাত্রের পিতা শাহ আলম বাদী হয়ে নবীনগর থানায় মামলা দায়ের করলে রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ওসি আমিনুর রশিদ বলেন, এই ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত ইমামকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এসএ/