এলপিও বাস চেসিস উদ্বোধন করলো নিটল মটরস


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:৪৭ অপরাহ্ন, ১৪ই মে ২০২৩


এলপিও বাস চেসিস  উদ্বোধন করলো নিটল মটরস
ছবি: নিটল মটরস মিডিয়া সেল

বাংলাদেশে আন্তঃনগর এবং দূরপাল্লার বাস হিসেবে টাটা এলপিও ১৬১৬ বাস চেসিস এর উদ্বোধন করেছে বিশ্বের প্রথম সারির অটোমোবাইল প্রস্তুতকারক টাটা মটরস এবং এর অনুমোদিত পরিবেশক নিটল মটরস। আন্তঃনগর এবং দূরপাল্লার বাস হিসেবে সেরা পারফরম্যান্স, আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা এবং সহজে বাসের মালিক হবার দুর্দান্ত সুযোগ দিচ্ছে সংস্থাটি।


রবিবার (১৪ মে) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এলপিও ১৬১৬ বাস চেসিস এর উদ্বোধন করা হয়। 


অনুষ্ঠানে জানানো হয়, বাসটি তৈরির সময় টাটা মটরসের প্রাথমিক মনোযোগ ছিল পারফরম্যান্স এবং ড্রাইভএবিলিটির উপর। ফলে এটি হয়ে উঠেছে জ্বালানি সাশ্রয়ী এবং যাত্রী ও চালক উভয়ের জন্য আরামদায়ক। পাশাপাশি এই বাস পরিবহন মালিকদের মুনাফা বাড়িয়ে দেবে এবং কম খরচে এর মালিক হতে পারবেন তারা।


উদ্বোধনী অনুষ্ঠানে টাটা মটরস এর ভাইস প্রেসিডেন্ট অনুরাগ মেহরোত্রা বলেন বলেন, “বাংলাদেশে বাণিজ্যিক গাড়ির সবচেয়ে বড় ব্র্যান্ড হিসেবে টাটা মটরস আধুনিক মবিলিটি স্যলুশনের মাধ্যমে এদেশে স্বতন্ত্র   সেবা প্রদান করে আসছে। টাটা এলপিও ১৬১৬ বাস প্ল্যাটফর্মটি আমাদের সেইসব সম্মানিত ক্রেতাদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ডিজাইন করা হয়েছে, যারা চান একটি ভালো পারফরম্যান্স এবং সেই গাড়ি থেকে অধিক মুনাফা করতে চান আর স্বল্প খরচে সেই বাসটির মালিক হতে চান। টাটা মটরসের বাণিজ্যিক গাড়ি বহরের এই নতুন গাড়ির সাথে দেশব্যাপী নিটল মটরসের উৎকৃষ্ট মানের সেবা প্রদান অব্যাহত থাকবে। আমরা আত্মবিশ্বাসী যে আমাদের নতুন এই পণ্যটি পরিবহন  মালিকদের জন্য অধিক লাভজনক হবে এবং যাত্রীদের জন্য হবে স্বাচ্ছন্দ্যময়।


নতুন বাসের উদ্বোধন নিয়ে মন্তব্য করতে গিয়ে, নিটল মটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোসাব্বির আহমাদ বলেন, “আমরা এদেশে টাটা মটরসের সর্বশেষ সংযোজন  টাটা এলপিও ১৬১৬ বাস চেসিস পরিচয় করিয়ে দিতে পেরে আনন্দিত। নিটল মটরস টাটা মটরসের গর্বিত পরিবেশক এবং আমরা নিশ্চিত যে এই নতুন পণ্যটি অটোমোবাইল শিল্পে একটি গেম চেঞ্জার হবে।আমরা আমাদের গ্রাহকদের গুণগত মানের পণ্য এবং সেবা প্রদান করতে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি যে টাটা মটরস এর বাণিজ্যিক গাড়ির লাইন-আপে নতুন যোগ হওয়া এই বাহনটি গ্রাহকদের প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে।

অনুষ্ঠানে জানানো হয়, গাড়িটি বিভিন্ন ধরনের বডি বিল্ডিং এর সুবিধার জন্য একটি সোজা ফ্রেমের চ্যাসিস এবং ইনসুলেটেড ফ্রন্ট এন্ড কাঠামোসহ সরবরাহ করা হয়, যা অনেক ধরনের অ্যাপ্লিকেশনের জন্য উপযুক্ত। চেসিসটি ৫৭০০ মিমি হুইলবেসে পাওয়া যাচ্ছে, যার সাথে একটি শক্তিশালী ওয়েভেলার সাসপেনশন এবং ইন্টিগ্রাল হাইড্রোলিক পাওয়ার-সহায়ক টিল্ট এবং টেলিস্কোপিক টাইপ স্টিয়ারিং রয়েছে।


নতুন এই বাস চেসিস দেবে সেরা পারফরম্যান্স, আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা এবং সহজে বাসের মালিক হবার দুর্দান্ত সুযোগ। অনুষ্ঠানে নিটল মটরসের সিইও তানভির রতনসহ অন্যান্য ঊদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


জেবি/এসবি