বাকেরগঞ্জে পূবালী ব্যাংকের উপশাখা উদ্বোধন
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:২৫ পিএম, ৩রা সেপ্টেম্বর ২০২৫

আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে পূবালী ব্যাংক পিএলসির ব্যাংকিং উপশাখা উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় ইউনিয়নের সদর রোডে এ উপশাখার কার্যক্রম শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসির উপ-মহাব্যবস্থাপক ও বরিশাল অঞ্চলের প্রধান মুহাম্মদ মোশাহিদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কার্যালয় বরিশালের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবু সুফিয়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুপাতলী শাখা বরিশালের ব্যবস্থাপক মামুন অর রশীদ।
ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির ও সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক সিকদার, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সোহেল ফরাজী, এবং স্থানীয় ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তি, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মোশাহিদুল্লাহ বলেন, পূবালী ব্যাংক ইসলামী মূল্যবোধ ও নীতি মেনে ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, গ্রাহকের চাহিদা পূরণে দেশের প্রায় প্রতিটি শাখা ও উপশাখায় ‘ইসলামিক ব্যাংকিং কর্নার’ চালু করা হয়েছে, যেখানে আধুনিক প্রযুক্তি ও নিরাপদ ব্যাংকিংয়ের সুবিধা গ্রহণ করে ইসলামী নীতিমালা অনুযায়ী লেনদেন করা যাবে।
এসডি/