আরও বেড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৩ পিএম, ৩রা সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার বা ৩১,৩৮৮ দশমিক ১২ মিলিয়ন ডলার।
বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: বাকেরগঞ্জে পূবালী ব্যাংকের উপশাখা উদ্বোধন
বাংলাদেশ ব্যাংক জানায়, ৩ সেপ্টেম্বর পর্যন্ত গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩১,৪৩২ দশমিক ০৮ মিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ হিসাবপদ্ধতিতে এই রিজার্ভ দাঁড়ায় ২৬,৪৫০ দশমিক ০৬ মিলিয়ন ডলার।
এর আগের দিন, অর্থাৎ ২ সেপ্টেম্বর, দেশের গ্রস রিজার্ভ ছিল ৩১,৩৮৮ দশমিক ১২ মিলিয়ন ডলার। আর আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ২৬,৩৯৯ দশমিক ৯৩ মিলিয়ন ডলার।
আরও পড়ুন: সব রেকর্ড ভেঙে আকাশছোঁয়া উচ্চতায় সোনার দাম
উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ অনুযায়ী নিট রিজার্ভ নির্ধারণ করা হয়। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে যে পরিমাণ দাঁড়ায়, সেটিই প্রকৃত রিজার্ভ হিসেবে বিবেচিত হয়।
এএস