সুশাসন, নায্যতা, ন্যায়নীতি সুস্থ সমাজের বহিঃপ্রকাশ: ইবি ভিসি


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৫:৩৯ অপরাহ্ন, ১৬ই মে ২০২৩


সুশাসন, নায্যতা, ন্যায়নীতি সুস্থ সমাজের বহিঃপ্রকাশ: ইবি ভিসি
ড. শেখ আবদুস সালাম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা এবং দুর্নীতি প্রতিরোধে জন সচেতনতা উৎস ও প্রতিকার বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (১৬ মে) বেলা ১২ টার দিকে বাংলা বিভাগের আয়োজনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।


বাংলা বিভাগের সভাপতি প্রফেসর গাজী মোঃ মাহবুব মুর্শিদের সভাপতিত্বে এবং উপ-রেজিস্ট্রার (প্রশাসন) ও এপিএ বাস্তবায়ন টিমের ফোকাল পয়েন্ট চন্দন কুমার দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভুঁইয়া। এসময় সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ বাকী বিল্লাহ। 


এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, সত্যিকারের আদর্শ মানুষ যাকে মৃত্যুর পরও মানুষ স্মরণ করবে এমন মানুষ হতে হলে সততা এবং নিষ্ঠার সাথে জীবন গড়তে হবে।


উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান বলেন, আমার যে দায়িত্ব, আমার কী করা উচিত, কাকে সততা বলে, কাকে দুর্নীতি বলে, কোনটা সঠিক, কোনটা খারাপ এটা যদি আমরা বিবেচনা করতে না পারি তাহলে আমরা সমাজে কখনোই ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবো না। সবচেয়ে বড় ব্যাপার হলো আমি যদি নিজের শুদ্ধ হতে পারি তাহলে পরিবারকেও শুদ্ধ করতে পারবো।


উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, বর্তমানে যাদের ওপর আমরা ভরসা করতে পারি, যাদের নিয়ে আমরা স্বপ্ন দেখতে পারি সে হচ্ছে আমাদের এই প্রজন্ম। আসলে ফেরেশতা এবং শয়তান আমাদের প্রবৃত্তিতে বসবাস করে। যদি অ্যানিমেল প্রবৃত্তিটা আমাদের মধ্যে প্রবল হয়ে যায় তাহলে সমাজ থাকে অস্থির, দুর্নীতিগ্রস্ত। যদি সুশাসন, ন্যায্যতা, ন্যায়নীতির ভাগটা বেশি থাকে তাহলে সমাজটাকে সুস্থ সমাজের বহিঃপ্রকাশ হিসেবে আমরা দেখতে পাই।


সবশেষে, কলকাতার বাগুইয়াটি নৃত্য মন্দির (বিএনএম) একটি নৃত্যনাট্য 'সাইলেন্স'পরিবেশন করে।


আরএক্স/