কুয়াকাটায় মৎস্যজীবীদের সাথে নৌ পুলিশের সচেতনতামূলক সভা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:০০ অপরাহ্ন, ১৬ই মে ২০২৩
পটুয়াখালীর কুয়াকাটায় নৌ পুলিশের উদ্যোগে বঙ্গোপসাগরে মাছের সুষ্ঠু প্রজনন,উৎপাদন,সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষন এবং টেকসই মৎস্য আহরনের জন্য মাছ ধরার নৌযান কর্তৃক যে কোন প্রজাতির মৎস্য নিষিদ্ধকরন বাস্তবায়ন সংক্রান্ত সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৬ মে) বিকেল ৪ টায় কুয়য়াকাটা নৌ পুলিশের পরিদর্শক আক্তার মোর্সেদের সভাপতিত্বে আলিপুর মৎস্য অবতরন কেন্দ্রে স্থানীয় জেলে,মৎস্য পেশার সাথে জড়িত এবং সংবাদকর্মীদের সাথে সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পুলিশের বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিপুর মৎষ্য অবতরন কেন্দ্রের কর্মকর্তা শাকিল আহম্মেদ,কলাপাড়ার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু শাহা,নিজামপুর কোষ্টগার্ড ষ্টেশনের কন্টিজেন্ট কমান্ডার এম আসরাফুল ইসলাম,মহিপুর আড়ৎ মালিক সমিতির সভাপতি দিদারুল আলম মাসুম বেপারী,লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মৎস্য ব্যবসায়ী আনসার উদ্দীন মোল্লা,মহিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম প্রমূখ।
এসময় বক্তারা আগামী ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত (পয়ষট্টি) দিন গভীর সমূদ্র মাছ ধরায় নিষেধাজ্ঞা কালীন সময়ে সকল জেলেদের সমূদ্রে যেতে নিষেধ করেন এবং অবরোধে সুফল সম্পর্কে আলোচনা করেন।এছাড়াও এসময় জেলেরা বক্তব্যের মাধ্যমে তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন।
আরএক্স/