হাসপাতালে বাড়ছে ডেঙ্গুরোগীর সংখ্যা ভর্তি ৩৮
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:৩৭ অপরাহ্ন, ১৭ই মে ২০২৩
গত ২৪ ঘন্টায় দেশে ৩৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।
বুধবার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ হাজার ৩৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭৯৬ জন এবং ঢাকার বাইরে ৫৩৪ জন।
অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২০৭ জন।
জেবি/ আরএইচ/