পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

মঙ্গলবার সকালে আটোয়ারীতে ৬ এসএসসি পরিক্ষার্থী সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন
বিজ্ঞাপন
পঞ্চগড়ে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৯ জন আহত হয়েছেন। পুলিশ সূত্রে এমন খবর পাওয়া গেছে।
জানা গেছে, পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলায় ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে আবু বক্কর সিদ্দিক (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন তাৎক্ষনিক স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবু বক্কর সিদ্দিককে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
এদিকে সোমবার রাতে পঞ্চগড় দিনাজপুর সড়কের ট্রাক টার্মিনালে মিলি (৪৫) নামে এক নারী মৃত্যু হয়েছে। ঘটনার দিন রাতে মেয়ের জামাইয়ের মোটর সাইকেলে চড়ে বাবার বাড়ি যাচ্ছিলেন। নিহত মিলি ও তার মেয়ে জামাইয়ের মোটরসাইকেলে ট্রাক টার্মিনালের দিকে যাওয়ার সময় অসাবধানতার ফলে পিছন থেকে পড়ে যান শাশুড়ি মিলি।
বিজ্ঞাপন
এদিকে মঙ্গলবার সকালে আটোয়ারীতে ৬ এসএসসি পরিক্ষার্থী সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। ওই দিন সকালে উপজেলার ছেপড়াঝার-তোড়িয়া সড়কের নাঁওগজ নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
জেবি/ আরএইচ/








