পদ্মায় জেলের জালে ১৫ কেজির বাঘাইড়


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৮:৩৪ পিএম, ১৭ই মে ২০২৩


পদ্মায় জেলের জালে ১৫ কেজির বাঘাইড়
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে ১৫ কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পড়েছে। মাছটি ১৮ হাজার টাকায় বিক্রি করা হয়েছে বলে জানা গেছে।


বুধবার (১৭ মে) জেলে আব্দুল হাকিম শেখের জালে মাছটি ধরা পড়ে।


জেলে হাকিম শেখ জানান, ভোরের দিকে জালে প্রবল বেগে টান লাগলে তারা দ্রুত জাল টানতে শুরু করেন। এরপর দেখতে পান বড় একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। সকালে বিক্রির জন্য দৌলতদিয়া দুলাল মণ্ডলের আড়তে নিয়ে গেলে ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. মাসুদ মণ্ডল মাছটি উন্মুক্ত নিলামে ১ হাজার ২০০ টাকা কেজি দরে ১৮ হাজার টাকায় কিনে নেন।


দৌলতদিয়ার মৎস্য ব্যবসায়ী মো. মাসুদ মণ্ডল বলেন, মাছটি ফেরি ঘাটের পন্টুনে বেঁধে রেখে বিক্রির জন্য বিভিন্ন স্থানে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়েছে।


জেবি/ আরএইচ/