বাংলামোটরে টাইলসের দোকানের আগুন নিয়ন্ত্রণে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ১৮ই মে ২০২৩


বাংলামোটরে টাইলসের দোকানের আগুন নিয়ন্ত্রণে
ছবি: জনবাণী

রাজধানীর বাংলামোটর এলাকায় টাইলসের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।


বৃহস্পতিবার (১৮ মে) বিকেল ৫টা ৫৮ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিটের চেষ্টায় সন্ধা সাড়ে ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে।


ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জনবাণীকে বলেন, আমরা বিকেল ৫টা ৫৮ মিনিটে বাংলামোটরে একটি টাইলসের দোকানে আগুন লাগার খবর পাই। খবর পেয়ে আমাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের খবরও আসেনি আমাদের কাছে।