তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না: নান্নু


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২:২১ অপরাহ্ন, ২০শে মে ২০২৩


তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না: নান্নু
মিনহাজুল আবেদীন নান্নু

অক্টোবরে ভারতে বসতে যাচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আসর। বিশ্বকাপে বাংলাদেশ দল কেমন হবে তার পুরিপুরি ধারনা এখনো পাওয়া যায়নি।  প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু অবশ্য বলছেন, বিশ্বকাপের দল নিয়ে তাড়াহুড়ো করতে চান না তারা।


শুক্রবার (১৯ মে) নিজের বাসায় গণমাধ্যমকে তিনি বলেন, ‘তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। আমাদের পরপর সিরিজ রয়েছে। আমরা এই সিরিজগুলো নিয়েই এগোচ্ছি। সেরা একটি দল তৈরির জন্য। ’


তিনি আরও জানান,‘আমাদের কিন্তু ২৪ জনের একটা পুল আছে। যেখানে সোহানসহ আরও অনেক ক্রিকেটার আছে। যাকে যখন দরকার পড়ে তখন তাকে নেয়া হয়েছে। আমাদের পুলের ক্রিকেটারদের কাউকে কিন্তু চোখের আড়াল করা হয়নি। তাই চিন্তা কোনো কারণ নেই। এটা ন্যাশনাল পুল, পুলের মধ্যে আছে যখন চোখের আড়াল হয়নি।’


নান্নু  বলেন, ‘হাথুরুসিংহে যখন আবার কোচ হয়ে আসে এখানে আগে যে খেলোয়াড় ছিল সবার খোঁজখবর নিয়েছে, কে কেমন করছে। আমাদেরও একটা দায়িত্ব আছে কে কীভাবে খেলছে। গত তিন বছরে কেমন পারফর্ম্যান্স করেছে। দেশে এবং দেশের বাইরে কী করেছে। এগুলোই সে জানতে চেয়েছিল।’


জেবি/এসবি