ওডিআই সিরিজ হারের পর যা বললেন মিরাজ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১২:৪১ পূর্বাহ্ন, ৯ই জুলাই ২০২৫

হার দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ দল। তবে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে সমতা ফেরায় শান্ত-মিরাজরা। ফলে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণীর ম্যাচ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ৯৯ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা।
পাল্লেকেলেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ১২৪ রান করেছেন কুশল মেন্ডিস। জবাবে খেলতে নেমে ৩৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৮৬ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।
আরও পড়ুন: আবারও ব্যাটিং ব্যর্থতা, সিরিজ খোয়ালো বাংলাদেশ
এমন হারের পর পুরস্কার বিতরণী মঞ্চে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলছিলেন, ‘আমরা বোলিংয়ে ভালো করেছিলাম। বিশেষ করে শেষ ১০ ওভারে স্পিনাররা খুব ভালো করেছিল। উইকেট খুব ভালো ছিল, আমরা ব্যাটিংয়ের সময় ইতিবাচক থাকার চেষ্টা করেছিলাম।’
তিনি বলেন, ‘আমরা মাঝের ওভারে কোনো পার্টনারশিপ করতে পারিনি। এবং কয়েকটি উইকেট হারিয়েছিলাম ফলে ভালো শুরুটা কাজে লাগেনি। আমাদের দলটা জুনিয়র এখনও, কিছু নতুন খেলোয়াড় আসছে। আমরা পজিটিভ থাকার চেষ্টা করছি। আরো সুযোগ পেলে সবাই ভালো করবে।
এমএল/