দালাল ছাড়া ভূমিসেবা গ্রহণ করুন: ডিসি গালিভ খাঁন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:২৭ অপরাহ্ন, ২২শে মে ২০২৩
"নির্ভরতা" দালালের কাছে আমরা কেন যাবো, কেন তাদের পাত্তা দিব। অনলাইনে নিজে নিজের কাজটি করুন। ডিজিটাল বাংলাদেশ হয়েছে। এর হাত ধরে স্মার্ট বাংলাদেশ হবে। Land.gov.bd তে আপনার সকল সমাধান রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী চান জিনি সেবাগ্রহীতা তিনি, সরাসরি কোন সমস্যার সম্মুখীন হলে এসিল্যান্ড অফিসে যে ওয়ান স্টপ সার্ভিস রয়েছে সেখানে আসুন। ভূমি সেবা গ্রহণ করুন। ভূমি মন্ত্রণালয়সহ সকল মাঠ পর্যায়ের অফিস আগের চেয়ে অনেকটা জনমূখী। শতভাগ ডিজিটাল। ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
"স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়" এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ৭ দিন ব্যাপি ভূমি সেবা সপ্তাহ -২০২৩ শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২২ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে সাত দিন ব্যাপি ভূমিসেবা সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে প্রথমে ভূমি অফিসের গেইটে ফিতা কেটে বেলুন উড়িয়ে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
ভূমিসেবা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সামাদ, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামানিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমান, পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সার্বিক উপস্থাপনা করেন চাঁপাইনবাবগঞ্জ উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার নাঈমা খান। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, স্কুলের কলেজের ছাত্র-ছাত্রীসহ প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জেবি/এসবি