আনোয়ারায় রাতের আঁধারে ভূমি দখলের চেষ্টা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


আনোয়ারায় রাতের আঁধারে ভূমি দখলের চেষ্টা

চট্টগ্রামের আনোয়ারায় দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে জোর পূর্বক ভূমি দখলের অভিযোগ ওঠেছে একদল ভূমি দস্যুর বিরুদ্ধে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার চাতরী গ্রামে বুলডেজার দিয়ে দখলকৃত জমির দেওয়াল ভেঙে পেলে সন্ত্রাসীরা। এসময় দেশীয় অস্ত্র নিয়ে আশপাশের লোকদের ভয়ভীতি প্রদর্শন করে বলে জানান স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, এই জায়গার মালিক জামাল রশিদ খোকনের বলে জানি আমরা। এখানে তারা বহুদিন আগে মাটি ভরাট করে দেওয়াল দিয়ে রেখেছে। গতকাল রাত দুইটা তিনটার দিকে দেখি প্রায় শ দেড়শ লোকজন এসে বুলডেজার দিয়ে সীমানার প্রাচীর ভেঙে পেলে। এসময়ে কেউ প্রতিবাদ করতে চাইলে তাদেরকে মারদর করার হুমকি প্রদর্শন করে।

জায়গার মালিক জামাল রশিদ খোকনের অভিযোগ, এই জায়গাটি আমরা প্রথমে ২০২১ সালে রেজিস্টার বায়না করি। পরবর্তীতে আমরা জায়গাার কবলা গ্রহণ করি। প্রায় দুই বছর পরে এসে এলাকার ভূমি দস্য হিসেবে চিহ্নিত জসিম, আব্দুল হক, রাহুল ধররা এসে  জায়গাটি তাদের দাবি করে। বিষয়টি আদলতে মামলা চলমান থাকায় আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। উপজেলা ভূমি কমিশনার, সরকারি সার্ভেয়ার পরিমাপ করে আমাদের পক্ষে রায় দিয়েছে। পরবর্তীতে আরেকটা তাং দিয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু তারা জরব দখল করে আমার সম্পত্তি কেড়ে নিতে চাই।

এই বিষয়ে জানতে চাইলে উপজেলার সহকারি কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী জনবাণীকে জানান, জায়গাটির উপর আদালতের নিষেধাজ্ঞা ছিল। যেহেতু রাতের আধারে বাউন্ডারি দেয়াল ভেঙে দিয়েছে, সেহেতু পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসএ/