মিরপুরে বহুতল ভবনে ভয়াবহ আগুন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:৪৭ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৫


মিরপুরে বহুতল ভবনে ভয়াবহ আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর শেওড়াপাড়ার শামীম সরণিতে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটে ভবনটিতে হঠাৎ আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।


ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, ভবনটিতে আবাসিক ফ্ল্যাটের পাশাপাশি বাণিজ্যিক প্রতিষ্ঠানও রয়েছে। আগুনের সূত্রপাত ভবনের নিচতলা থেকে বলে ধারণা করা হচ্ছে। বিকেল ৪টা ১০ মিনিটে আগুন দেখা দেওয়ার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যায়নি। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।


স্থানীয় বাসিন্দারা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে ধোঁয়ায় গোটা ভবন ঢেকে যায়। অনেকেই ভবনের ছাদে উঠে নিরাপদ আশ্রয়ের চেষ্টা করেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনের ভেতরে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারেও কাজ করছেন।


আগুন নিয়ন্ত্রণে আনতে পারলে তদন্ত করে এর উৎস ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।