মুন্সীগঞ্জে ফেনসিডিল-গাঁজা উদ্বার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:২০ অপরাহ্ন, ২৪শে মে ২০২৩


মুন্সীগঞ্জে  ফেনসিডিল-গাঁজা উদ্বার
উদ্ধারকৃত ফেন্সিডিল

মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ফেন্সিডিল ও আড়াই কেজি গাজাসহ একটি  মোটরসাইকেল উদ্বার করেছে।


মঙ্গলবার (২৩ মে) রাত ১০টার সময় মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. আলী বসত বাড়ির  সামনে পাকা রাস্তার উপরে মাদকসহ মোটরসাইকেলটি রেখে পালিয়ে যায় মাদক বিত্রেতা। পরে ৫০পিস ফেনসিডিল,আড়াই কেজি গাজাসহ ফেলে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করে ডিবি পুলিশ।


৫০ বোতল ফেনসিডিল ও ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ফেলে পালিয়েছে জোড়া খুন সহ ১১ মামলার আসামী মো. বাবু সরকার (২৮) ও ৫ মামলার আসামী জিসাদ (৩০)। পরে ফেলে যাওয়া মাদকসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশ।


ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুই ব্যক্তি মোটরসাইকেল দিয়ে ফেনসিডিল এবং গাঁজা নিয়ে আসতেছে। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের মোটরসাইকেল থামানোর জন্য সিগ্ন্যাল দিলে তারা মোটরসাইকেল এবং ২টি স্কুল ব্যাগ ফেলে পালিয়ে যায়। এ সময় ব্যাগ ২ টি তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল এবং ২কেজি ৫০০ গ্রাম গাজা ও একটি মটোরসাইকেল জব্দ করি।


স্থানীয়দের মাধ্যমে জানতে পারি মাদক বহনকারী মো. বাবু সরকার। সে মুন্সীগঞ্জ পৌরসভার বৈখার পশ্চিম পাড়া এলাকার মৃত ওফিজ উদ্দিন সরকারের ছেলে। অপর মাদক বহনকারী জিসাদ। পৌরসভার পূর্ব দেওভোগের মন্ডলবাড়ি এলাকার আবুল বাশার লিটনের ছেলে।


এ ব্যাপারে গোয়েন্দা পুলিশে (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পলাতক আসামীদর বিরুদ্ধে সদর থানায় এজাহার দায়ের করা হইয়াছে। তিনি আরো বলেন, আসামি বাবুর বিরুদ্ধে আগে ১১ টি মাদক মামলা এবং আসামী জিসাদ এর বিরুদ্ধে ৫ টি মাদক মামলা রয়েছে। আসামীদের গ্রেফতারে গোয়েন্দা পুলিশ অভিযান অব্যহত রয়েছে।


আরএক্স/