সিরাজগঞ্জে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:০৬ অপরাহ্ন, ২৪শে মে ২০২৩
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরে সিরাজগঞ্জ সদরের কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার (২৪ মে) সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হলরুমে সদর উপজেলার ৩০ প্রান্তিক কৃষকদের আধুনিক প্রযুক্তিতে ধান, সরিষাসহ অন্যান্য ফসলের চাষাবাদ, ফসলের উৎপাদন এবং রোগবালাই ও পোকামাকড় দমন বিষয়ের উপর প্রশিক্ষণের উদ্বোধন করেন, সিরাজগঞ্জ সদর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মো. আনোয়ার সাদাত।
এ সময় প্রশিক্ষণে আরও বক্তব্যে রাখেন, সদর উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোছা. মিশু আক্তার, কৃষিবিদ মো. সাব্বির আহমেদ সিফাত, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ শর্মিষ্ঠা সেনগুপ্তা।
জেবি/ আরএইচ/