সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমরা নতুন ভিসানীতি করেছি: পিটার হাস


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:১৭ অপরাহ্ন, ২৫শে মে ২০২৩


সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমরা নতুন ভিসানীতি করেছি: পিটার হাস
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গণমাধ্যমকে বলেছেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমরা নতুন ভিসানীতি করেছি।


বৃহস্পতিবার (২৫ মে) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।


তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার জন্য সহায়ক হবে। বাংলাদেশের মানুষ, সরকার, প্রধানমন্ত্রী ও সবার জন্য এটি সহায়ক হবে।


আরও পড়ুন: সবসময় বাংলাদেশের সঙ্গী থাকবে যুক্তরাষ্ট্র: পিটার হাস


পিটার হাস বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি। মাঝেমধ্যে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক নিয়ে আমাদের আলোচনা হয়, এটি তারই অংশ। আমরা দুই দেশের সম্পর্ক আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা করেছি। 


আরও পড়ুন: বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য


এর আগে দুপুরে মার্কিন নতুন ভিসানীতি নিয়ে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিনিধিদের সঙ্গে দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।


বৈঠকে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির দুইজন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন।


জেবি/ আরএইচ/