ফরিদপুরে বৈশাখী মেলার উদ্বোধন ও আলোচনা সভা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:০৬ পিএম, ২৬শে মে ২০২৩


ফরিদপুরে বৈশাখী মেলার উদ্বোধন ও আলোচনা সভা
ছবি: জনবাণী

ফরিদপুর সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থার আয়োজনে সংগঠনের সভাপতি মো. আবুল ফয়েজ শাহনেওয়াজের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেলে শহরের কোর্ট চত্বরে বৈশাখী মেলা পালন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার (পিএএ)।


আরও পড়ুন: গোপালগঞ্জে ফজিলাতুন্নেছা চক্ষু বাংলা নববর্ষ উপলক্ষে আলোচনা সভা


এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, পৌরসভার মেয়র অমিতাভ বোস, ফরিদপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. অনিমেষ রায় প্রমুখ।


আলোচনা সভায় বক্তারা বলেন, বৈশাখী মেলা বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। সমাজে সংস্কৃতি চর্চার প্রসার ঘটলে সমাজ থেকে অনাচার, অবিচার, দুর্নীতি, মাদক দূর হয়ে সুস্থ পরিবেশ তৈরি হবে।


জেবি/ আরএইচ