গোপালগঞ্জে ফজিলাতুন্নেছা চক্ষু বাংলা নববর্ষ উপলক্ষে আলোচনা সভা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:০৭ পূর্বাহ্ন, ১৭ই এপ্রিল ২০২৩


গোপালগঞ্জে ফজিলাতুন্নেছা চক্ষু বাংলা নববর্ষ উপলক্ষে আলোচনা সভা
মঙ্গল শোভাযাত্রা

গোপালগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দ উপলক্ষে দিনব্যাপী নানা সাংস্কৃতিক কর্মসূচী, আলোচনা সভা এবং মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।


দিবসের শুরুতে মাটির বাসনে পান্তা—ইলিশ খেয়ে পহেলা বৈশাখের মূল কার্যক্রম শুরু হয়। পরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. নাহিদ ফেরদৌসীর নেতৃত্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


উক্ত অনুষ্ঠানে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দলীয় রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত এবং অধ্যাপক ডা. নাহিদ ফেরদৌসীর একক লালন গীতি পরিবেশনায় উপস্থিত সকলের মন কেড়ে নেয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. নাহিদ ফেরদৌসী। বিশেষ অতিথি হিসেবে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সহকারী পরিচালক ডা. আবুল কালাম আজাদ, উপ—পরিচালক ডা. এ.কে.এম. আনোয়ারুর রউফ এবং ডা.ফারজিব ফুজাইল উপস্থিত ছিলেন। 


আলোচনা অনুষ্ঠান শেষে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. নাহিদ ফেরদৌসীর নেতৃত্ব সকলের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা হাসপাতাল চত্ত্বরে প্রদক্ষিণ করে।