সমাবেশের আগে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১১:৪৯ এএম, ২৭শে মে ২০২৩


সমাবেশের আগে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

বিএনপির সমাবেশের প্রস্তুতির সময় নাটোরে দলীয় কার্যালয়ের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বিলে জানা গেছে। ঘটনার পর অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।


শনিবার (২৭ মে) সকালে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।


আরও পড়ুন: বিএনপি নেতা কর্মীদের দফায় দফায় ককটেল বিস্ফোরণ, সড়কে অগ্নিসংযোগ


এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ গণমাধ্যমকে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশের প্রস্তুতি চলছিল। এ সময় সমাবেশ ভুণ্ডুল করতে আওয়ামী লীগ নেতাকর্মীরা সমাবেশস্থলসহ আশেপাশে ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে।


তিনি আরও বলেন, বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করলে ছাত্রলীগ নেতাকর্মীরা সমাবেশের দিকে তেড়ে আসেন। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় ছাত্রলীগের।


জেবি/ আরএইচ/