চুনারুঘাটে পৃথক স্থানে দুই লাশ উদ্ধার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:২০ পিএম, ২৭শে মে ২০২৩


চুনারুঘাটে পৃথক স্থানে দুই লাশ উদ্ধার
চুনারুঘাট থাানা

হবিগঞ্জের চুনারুঘাটে একই দিনে পৃথক স্থানে নারীসহ দুই লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। 


জানা গেছে, শুক্রবার (২৬ মে) রাত ৯ টায় উপজেলার রঘুনন্দন চা-বাগান এলাকায় নিজ বসতঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ভুবন রাজঘরের পুত্র বিজয় রাজঘর (২৩) । 


অপরদিকে উপজেলার রাণীগাঁও ইউপির পূর্ব পীরেরগাঁও এলাকায়  গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে দুলাল মিয়ার মেয়ে রুমা আক্তার (২২)। 


পুলিশ তাদের লাশ উদ্ধার করে শনিবার দুপুরে তাদের লাশ হবিগঞ্জ আধুনিক  হাসপাতাল মর্গে প্রেরন করেন। খোঁজখবর নিয়ে জানা গেছে, বিজয় রাজঘর নেশাগ্রস্ত হয়ে পরিবারের লোকজনের সাথে বাকবিতন্ডায় জড়ায়। 


এক পর্যায়ে সে পরিবারের লোকজনের সাথে অভিমান করে সকলের অগোচরে নিজ বসতঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা  করে।  রুমা আক্তার সাটিয়াজুরী ইউনিয়নের সুন্দর এলাকার ফারুক মিয়ার স্ত্রী। 


দীর্ঘদিন ধরে রুমা মানসিক রোগে ভুগছিলেন এবং  চিকিৎসাধীন ছিলেন। গত ৫ দিন পূর্বে সে স্বামীর বাড়ি থেকে পিত্রালয়ে বেড়াতে আসে। মানসিক যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সে সকলের অগোচরে গলায় ফাঁস লাগিয়ে  আত্মহত্যা করে। 


এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি মো. রাশেদুল হক।


আরএক্স/