চাঁদের শাস্তির দাবিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ২৭শে মে ২০২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা মহানগর উত্তর কমিটির আয়োজনে শুক্রবার (২৬ মে) সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২ শতাধিক নেতাকর্মীরা অংশ নেয়।
সংগঠনটির ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক কল্লোল হোড়ের সঞ্চালনায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. অধ্যাপক অরূপ রতন চৌধুরী, সহসভাপতি কন্ঠ যোদ্ধা ডক্টর মনোরঞ্জন ঘোষাল, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, দপ্তর সম্পাদক জয়দেব রায়, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক অভিনেত্রী সৈয়দা কামরুন নাহার শাহনুর প্রমুখ বক্তব্য রাখেন।
আরও পড়ুন: বিএনপি নেতা চাঁদের ফাঁসির দাবিতে সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি ফৌজিয়া হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুলতানা ইসলাম এ্যানী, সহ-সভাপতি ডাক্তার সৈয়দ নাজমুল হুদা, প্রচার সম্পাদক রাজু শেখ, রোকনউদ্দিন পাঠান, সহ-সভাপতি ফরিদ হোসেন, দপ্তর সম্পাদক শোভন কুমার ধর, কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ পবিত্র সূত্রধর সহ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিভাগ এবং ঢাকা উত্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে সঠিক পথে দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা আবুল হোসেন চাঁদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহব্বান জানিয়ে তারা তাদের বক্তব্যে তারেক জিয়াকে বাংলাদেশে এনে তার দুর্ণীতির বিচারের দাবী জানান।
জেবি/ আরএইচ/