বিএনপি নেতা চাঁদের ফাঁসির দাবিতে সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:০৪ অপরাহ্ন, ২৫শে মে ২০২৩


বিএনপি নেতা চাঁদের ফাঁসির দাবিতে সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল
ছবি: জনবাণী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের ফাসির দাবিতে সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার (২৫ মে) বিকাল ৫ টায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সভাপতিত্বে মিছিলটি ধানাটা থেকে শুরু হয়ে পৌরসভা, হাসপাতাল রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মাঠে এসে সমাপ্তি ঘোষণা করে পরে চাঁদের ফাঁসির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। 


আরও পড়ুন: বিএনপি নেতা চাঁদ ৫ দিনের রিমান্ডে


পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমানের সঞ্চালনায় উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার শিখা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুন, উপজেলা তাঁতী লীগের আহবায়ক মাহবুবুর রহমান হেলাল, জাতীয় শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাতপোয়া চেয়ারম্যান আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, পোগলদিঘা ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সামস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডক্টর হারুন অর-রশিদ, তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ ও তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন। 


আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে ফরিদপুরে মামলা


এ সময় পৌর মেয়র মনির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমএ গণি, সদস্য আইনজীবী শহিদুল ইসলাম, সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ গফুর, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মাষ্টার, মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, মহাদানের চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল, পিংনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন জয়সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা। 


বক্তারা তাদের বক্তব্যে প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়া মামলার আসামী বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের ফাসির দাবি জানান। 


জেবি/ আরএইচ/