খাবারের সন্ধানে কৃষকের জালে আটকা পড়ে অজগর সাপ, বনে অবমুক্ত
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:২৬ পিএম, ৫ই সেপ্টেম্বর ২০২৫

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় কুতুবাকুড়া গ্রামে কৃষকের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করেছে বন বিভাগ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে সাপটিকে উদ্ধার করে বন বিভাগ।
সূত্রে জানা যায়, উপজেলার কুতুবাকুড়া গ্রামের আবদুল মান্নানের কৃষিক্ষেত্রের জালে আটকা পড়ে অজগর সাপটি। পরে স্থানীয়রা বনবিভাগকে খবর দিলে তারা সাপটি উদ্ধার করে নিয়ে যায়।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে আরও ৩০ বাংলাদেশি ফেরত এলো
বন বিভাগের উদ্ধারকৃত টিম জানান, এই অজগর সাপটি খাবারের সন্ধানে এসে জালে আটকা পড়ে। তবে সাপটির বয়স কম হওয়ায় ছাগল বা বড় ধরনের শিকার করতে পারবে না। এই অজগর সাপ কাউকে কামুড় দিবে না আর দিলেও অজগর সাপের বিষ না থাকায় কোনো ক্ষতি হবে না।
দুপুরে বন বিভাগের মধুটিলা ইকোপার্কের রেঞ্জের কর্মকর্তারা সাপটিকে উদ্ধার করে। পরে দুপুরে দিকে মধুটিলা এলাকার বনে অবমুক্ত করা হয়েছে।
মধুটিলা ইকোপার্কের রেঞ্জের কর্মকর্তা মো.দেওয়ান আলী বলেন, খাবারের সন্ধানে এসে জালে আটকা পড়ে। আমরা খবর পাওয়া মাত্রই উদ্ধারের পর বনে সাপটিকে অবমুক্ত করা হয়েছে।
এসএ/