ধোবাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:২০ পিএম, ৫ই সেপ্টেম্বর ২০২৫

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের গোয়াতলা বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহজাহানের ছেলে মোবারক হোসেন (২২) নামের এক যুবক মৃত্যুবরণ করেছেন। একই ঘটনায় তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রীও গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৫ সপ্টেম্বের) সকালে প্রবাসী সিরাজুল ইসলামের বাড়ির ছাদে কোনো এক কাজে মোবারক হোসেন যান। এ সময় ছাদের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে আরও ৩০ বাংলাদেশি ফেরত এলো
দুর্ঘটনাটি দেখতে পেয়ে মোবারকের স্ত্রী দ্রুত ছুটে এসে তাকে ছুঁয়ে ধরলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন জানা যায়।
স্থানীয়রা জানান, ছাদের উপর দিয়ে বিদ্যুতের তার ঝুঁকিপূর্ণভাবে যাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
এসএ/