ঘোড়াঘাটে মাদকসহ আদিবাসী নারী আটক


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:১৯ পিএম, ২৮শে মে ২০২৩


ঘোড়াঘাটে মাদকসহ আদিবাসী নারী আটক
ঘোরাঘাট থানা

দিনাজপুরের ঘোড়াঘাটে ১৫০ লিটার চোলাইমদ সহ এক আদিবাসী নারীকে আটক করেছে পুলিশ। আটক আদিবাসী নারী উপজেলার রানীগঞ্জ গারোপাড়া গ্রামের কোবরাজ সরেনের স্ত্রী মুনি বেসরা (৫০)।


আরোও পড়ুন: বিমানবন্দরে মাদকসহ অভিনেত্রী গ্রেফতার


শনিবার (২৭ মে) রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই মোজাফফর ও তার সঙ্গীয় ফোর্স মুনি বেসরার বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে মুনি বেসরাকে পুলিশ চোলাইমদ তৈরী ও বিক্রির অপরাধে আটক করে।


এ সময় পুলিশ বসতবাড়ির উঠানে তৈরীকৃত বিভিন্ন পাতিলে রক্ষিত ১৫০ লিটার দেশীয় চোলাইমদ জব্দ করে। যাহার মুল্য আনুমানিক ২০ হাজার টাকা।


ঘোড়াঘাট থানার ওসি আবু হাসার কবির জানান আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পর রোববার দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরএক্স/