একদিনে রেকর্ড ডেঙ্গু রোগী শনাক্ত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:১৪ অপরাহ্ন, ২৯শে মে ২০২৩


একদিনে রেকর্ড ডেঙ্গু রোগী শনাক্ত
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৭২ জন। এ নিয়ে বর্তমানে দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ২২৬ জনে। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায়নি।


সোমবার (২৯ শে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


আরও পড়ুন: ডেঙ্গু নিয়ন্ত্রণে সব হাসপাতালকে প্রস্তত থাকতে হবে: স্বাস্থ্যমন্ত্রী


ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৭২ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৮ জন ও ঢাকার বাইরে ১৪ জন।


এ বছর ১ জানুয়ারি থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৮৪৩ জন। এর মাঝে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৩৫ জন ও ঢাকার বাহিরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০৮ জন।


জেবি/ আরএইচ/