সোনারগাঁয়ে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৫২ অপরাহ্ন, ২৯শে মে ২০২৩


সোনারগাঁয়ে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
ছবি: জনবাণী

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় আইন শৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 


উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৯ মে) দুপর সাড়ে ১২ টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত পরিস্থিতি স্বাভাবিক করণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.সামসুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে, সভায় উপজেলা প্রতিটি ইউনিয়নের বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন, ইভটিজিং, গরু চুরি, জঙ্গিবাদ, ছিনতাইকারী, মাদক নিয়ন্ত্রণে কঠোর ভূমিকা ও পুলিশ সদস্যদের নিয়মিত টহল আরও জোরদারসহ নানা দিক নিয়ে আলোচনা হয়। 


আরও পড়ুন: সোনারগাঁয়ে নিরাপদ সবজি উৎপাদনে কৃষকদের সঙ্গে মতবিনিময়


উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম বলেন, সোনারগাঁ উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সুন্দর ও স্বাভাবিক রয়েছে। এজন্য তিনি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। 


তিনি বলেন, প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানকে ইউনিয়নের আইন-শৃঙ্খলা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে কাজ করে যেতে হবে। 


তিনি চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, আগামী কয়েকদিন পর বারদীতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৩ তম তিরোধান উৎসব ও আমাদের মুসলিদের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে  সোনারগাঁ এলাকায় সাধারণ জনগণের মধ্যে সজাগ দৃষ্টি রাখতে সচেতন করতে হবে। 


এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাবরিনা হক, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুবল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবর রহমান বাবুল, সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বৈদ্যের বাজার ইউপি চেয়ারম্যান আলামিন সরকার।


আরও পড়ুন: সোনারগাঁয়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন


এ সময় আরও উপস্থিতি ছিলেন, উপজেলা প্রকৌশলী আরজুরুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসুনুল হাবীব, মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার, মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার,মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহানারা আঁচল, এসিসেন্ট প্রোগ্রামার ফাতেমা তুজ জান্নাত, উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা, প্রাণিসম্পদ কর্মকর্তা মঞ্জুরুল হাসান,উপ-সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান, খাদ্য কর্মকর্তা কবির হোসেন, ইসলামি ফাউন্ডেশনের সুপার ভাইজার আনোয়ারা বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় সাংবাদিক বৃন্দ ও কমিটির সদস্যবৃন্দ। 


জেবি/ আরএইচ/