সৌদি পৌঁছেছেন ৩৩ হাজার ৭৩৫ হজযাত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:০১ পূর্বাহ্ন, ৩০শে মে ২০২৩
হজ ফ্লাইট শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩৩ হাজার ৭৩৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
সোমবার (২৯ মে) দিনগত রাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
হজ অফিস সূত্র জানিয়েছে, সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৩৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২৮ হাজার ৩৩৭ জন।
আরও পড়ুন : সৌদিতে বাংলাদেশি হজ এজেন্সির দুজন আটক
এবারেরই সবচেয়ে বেশি ১৬২টি ফ্লাইটে ৬১ হাজার যাত্রী নেবে বিমান বাংলাদেশ। এ ছাড়া ৫৩টি ফ্লাইটে ফ্লাইনাস এয়ারলাইন্স নেবে ২০ হাজার এবং ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার হজ যাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জেবি/এসবি