Logo

চকরিয়ায় গাড়ী চাপায় স্কুল ছাত্র নিহত

profile picture
জনবাণী ডেস্ক
৩০ মে, ২০২৩, ২২:০১
11Shares
চকরিয়ায় গাড়ী চাপায় স্কুল ছাত্র নিহত
ছবি: সংগৃহীত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় গাড়ী চাপায় নিহত হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ইকবাল হাশেম রামিম (৯)।

বিজ্ঞাপন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় গাড়ী চাপায় নিহত হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ইকবাল হাশেম রামিম (৯)।

মঙ্গলবার (৩০ মে) সকাল পৌনে ৮ টায় হারবাং ইনানী রিসোর্টের সামনে ছাত্রকে চাপা দেওয়া গাড়ীটি শনাক্তও করা যায়নি।

বিজ্ঞাপন

নিহত ইকবাল হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডস্থ দক্ষিণ নোনাছড়ি গ্রামের মোহাম্মদ ইব্রাহীমের ছেলে ও একই ইউনিয়নের কুসুমকলি শিক্ষা নিকেতনের চতুর্থ শ্রেণীর ছাত্র।

বিজ্ঞাপন

নিহতে বাবা ইকবাল বলেন, আমার ছেলে সকালে বাড়ী থেকে বের হয় স্কুলে যাওয়ার জন্য। হঠাৎ শুনি সে এক্সিডেন্ট করেছে। কথাগুলো বলতে বলতে কান্নায় মুচড়ে পড়ে আর কিছু বলতে পারেননি তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র। তিনি বলেন, একজন লোক ফোনে জানায় এক্সিডেন্টের ঘটনাটি। সাথে সাথে ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। নিথরদেহ নিয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেলে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আইনী ব্যবস্থা নিতে প্রক্রিয়া চলছে। ছাত্রকে চাপা দেয়া গাড়িটি চট্টগ্রামমূখি শুনেছি। তবে কি গাড়ি তা শনাক্ত হয়নি। মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তবে বিনা ময়নাতদন্তে দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD