ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসায় স্নাতকে ভর্তি পরীক্ষা ৬ জুন


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০১:৫৪ পিএম, ৩০শে মে ২০২৩


ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসায় স্নাতকে ভর্তি পরীক্ষা ৬ জুন
সরকারি মাদ্রাসা-ই-আলিয়া

রাজধানীর বকশিবাজারের সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ফাজিল (স্নাতক) পাস ১ম বর্ষে ভর্তির পরীক্ষা আগামী ৬ জুন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।


মঙ্গলবার (৩০ মে) মাদ্রাসার অধ্যক্ষের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


আরও পড়ুন: ঢাকা আলিয়া ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা


এতে বলা হয়েছে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকার আওতাধীন সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ফাজিল (স্নাতক) পাস ১ম বর্ষে ভর্তির পরীক্ষা আগামী ৬ জুন (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা শুরু হবে বেলা ১১টায়।


পরীক্ষায় অংশ নিতে মানতে হবে যেসব শর্তাবলি :


১. ভর্তি পরীক্ষার সময় প্রবেশপত্র অবশ্যই সঙ্গে রাখতে হবে।


২. ভর্তি পরীক্ষার দিন সকালে অফিস থেকে ভর্তির প্রাথমিক আবেদন ফরম সংগ্রহ ও জমা দিয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে।


৩. ৬ জুনের এ ভর্তি পরীক্ষার ফলাফল দুপুর ২টায় প্রকাশ করা হবে এবং উত্তীর্ণ শিক্ষার্থীরা ফলাফল প্রকাশের পরপরই ভর্তি হতে পারবেন।


৪. ফাজিল (স্নাতক) পাস ১ম বর্ষে ভর্তি হওয়ার পর শিক্ষার্থী হলে সিট বরাদ্দের জন্য আবেদন করতে পারবেন।


৫. ২০২১ ও ২০২২ সালের আলিম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ফাজিল (স্নাতক) পাস শ্রেণিতে ভর্তি হতে পারবেন।


আরও পড়ুন: ঢাকা আলিয়ায় খতমে বোখারীর দোয়া ও ছবক অনুষ্ঠিত


এছাড়াও একাডেমিক অর্ডিন্যান্স অনুযায়ী, ভর্তি হওয়ার পর রেজিস্ট্রেশনের মেয়াদ পাঁচ বছর পর্যন্ত বহাল থাকবে বলেও জানানো হয়েছে।


জেবি/ আরএইচ/