ময়মনসিংহে সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:২৯ পিএম, ৩০শে মে ২০২৩

ময়মনসিংহ সদর উপজেলার কর্তৃক আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহিন, ৩ নং পুলিশ ফাঁড়ি অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না, ইউপি চেয়ারম্যান আবু সাইদ বাদল, বীরমুক্তিযোদ্ধা মো. শামসুল হকসহ প্রমুখ।
আরও পড়ুন: সর্দি জ্বর কাশিতে আপনি কি করবেন: ডা. হারুন আল মাকসুদ
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ইউনিয়নে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। আপনারা আইন নিজের হাতে তুলে নিবেন না।
আরও পড়ুন: পরিবেশের ভারসাম্য রক্ষা বৃক্ষ রোপনে উৎসাহিত করা: মেয়র টিটু
উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন বলেন, মাদকের কোন ছাড় নয়। সদর উপজেলায় বিট পুলিশিং এর মাধ্যমে যে কোন সমস্যা সমাধান করবো। আপনাদের কোন সমস্যা হলে ৯৯৯ এ ফোন করবেন সাথে সাথে পুলিশ গিয়ে সমাধান করবে।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শেরপুরে উপজেলা প্রশাসনের মোড়ক উন্মোচন ও পুষ্পস্তবক অর্পণে আ.লীগ নেতা!

জামালপুরে শহিদ সাফওয়ান আখতার সদ্য'র সমাধিতে শ্রদ্ধা নিবেদন

আ’লীগ নেত্রীর বিরুদ্ধে হিজড়াকে অপহরণ-নির্যাতনের অভিযোগ

‘লাইলাতুল নির্বাচনের’ দায়িত্বে থাকা কর্মকর্তাদের অপসারণ করা হয়েছে’
