পরিবেশের ভারসাম্য রক্ষা বৃক্ষ রোপনে উৎসাহিত করা: মেয়র টিটু


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৫৩ অপরাহ্ন, ২৬শে মে ২০২৩


পরিবেশের ভারসাম্য রক্ষা বৃক্ষ রোপনে উৎসাহিত করা: মেয়র টিটু
মেয়র টিটু

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে মাসব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে।


শুক্রবার( ২৬ মে)সকালে টাউন হল প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু।


এ মেলার ২৫ টি স্টলে দেশি বিদেশি বিভিন্ন জাতের ফলজ, বনজ, পুষ্পজাতীয় এবং অর্নামেন্টাল বা সৌন্দর্যবর্ধনকারী গাছের চারা পাওয়া যাচ্ছে।  মেলাটি আগামী ২৫ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ০৮ টা পর্যন্ত চলমান থাকবে।


আরোও পড়ুন: গোপালগঞ্জে শক্তি ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচী পালন


উদ্বোধনকালে মেয়র বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষ রোপনে উৎসাহিত করা এবং নতুন প্রজন্মকে বৃক্ষের সাথে পরিচিত করার লক্ষ্যে প্রতি বছরই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষ মেলার আয়োজন করা হয়। এছাড়া, এ আয়োজনের মাধ্যমে উদ্যোক্তারাও উৎসাহিত হয়, যা কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখে। 


তিনি আরও বলেন, মানুষ এখন বাড়ির ছাদ, আঙিনা, খালি জায়গায় মানুষ বৃক্ষ রোপন করছে। এ মেলা এ সকল উদ্যোগকে আরও বেগবান করবে, যা সবুজ ময়মনসিংহ গড়ায় ভূমিকা রাখবে।


উদ্বোধনকালে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্যানেল মেয়র সামীমা আক্তার, কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ও সেলিনা আক্তার, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অসীম সাহা, নার্সারি মালিক সমিতির নেতৃবৃন্দ প্রমুখ।


আরএক্স/