Logo

গোপালগঞ্জে শক্তি ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচী পালন

profile picture
জনবাণী ডেস্ক
৪ এপ্রিল, ২০২৩, ১৪:৩২
34Shares
গোপালগঞ্জে শক্তি ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচী পালন
ছবি: সংগৃহীত

১১টায় গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সুশাসন চত্ত্বরে ৫০টি ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে।

বিজ্ঞাপন

'৩১তম বর্ষে সবুজায়নে শক্তি' -এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে সারা দেশের ৫৫ টি জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে ৫০ টি করে গাছের চারা লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়।

এরই ধারবাহিকতায় সোমবার (৩ এপ্রিল) বেলা ১১টায় গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সুশাসন চত্ত্বরে ৫০টি ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। 

বিজ্ঞাপন

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, আম্রপালি আমের চারা রোপণের মাধ্যমে উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। 

বিজ্ঞাপন

এসময় শক্তি ফাউন্ডেশনের ডেপুটি ডিরেক্টর (অডিট) খাদেম আহমেদ, এরিয়া সুপারভাইজার শেখ শাহীন হোসেন, ট্রেইনি সুপারভাইজার মো.মনিরুজ্জামান, ফাইন্যান্স সুপারভাইজার শিশির কুমার দাস,  শাখা ব্যবস্থাপক মো.মহাসীন, মো. কামাল হোসেন, একাউন্টেন্ট মো. অহিদুল ইসলাম সহ গোপালগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD